01818636976
swapnobangla4@gmail.com
Follow Us: | Login

2+

Years

01

Branch

15+

Employees

1000+

Beneficiaries

05

Projects

10

Donors

01

District

01

Upazilla/Thana

About Us

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য:

বর্তমান উদ্দেশ্য ও লক্ষ্য

১. স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা সমাজে পিছিয়ে পাড়া মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা।

২. মেধাবী ছাত্র ও ছাত্রীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করণ।

৩.গরিব ও দুঃস্থ লোকদেরকে আর্থিক সাহায্য করণ।

৪. গরিব ও দুঃস্থ শিশুদের মাঝে সামাজিক শৃঙ্খলা বোধ সংক্রান্ত শিক্ষা প্রদান।

৫.গরিব ও দুঃস্থ শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা।

৬. এলাকার জনসাধারণের মাঝে বাল্য বিবাহ রোধ কল্পে আন্দোলন গড়ে তোলা।

৭. করুনা মহামারী ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের সেবায় কাজ করা।

৮. গরীব অসুস্থ রোগীদের চিকিৎসা সাহায্য প্রদান।

৯. বৃক্ষ রোপণের মাধ্যমে সামাজিক বনায়ন করা।

১০.দুঃস্থ ও এতিম শিশুদেরকে বাহিরের বিদ্যালয়ে লেখাপড়া করানোর ব্যবস্থা করণ।

১১. নারী ও শিশু পাচার রোধ কল্পে শিশু ও কিশোরদের মাঝে সচেতনতা সৃষ্টি করণ।

ভবিষ্যৎ উদ্দেশ্য ও লক্ষ্য

১. বেকার কিশোর ও যুবকদেরকে আয়বর্ধক মূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করণ।

২. অবসর ও বয়োবৃদ্ধদের জন্য পাঠাগার স্থাপনের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা।

৩.বেকার যুবকদেরকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করণ।

৪. প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে চিত্তবিনোদনের ব্যবস্থা।

৫. এতিম ও দুঃস্থ দেরকে বৃত্তিমূলক ব্যবস্থা করণ ।

৬. স্বাস্থ্যসম্মত বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা ।

৭. সংখ্যা লঘুদের সাহায্য সহযোগিতা করা।

Our Projects

Icon

নরসিংদী জেলা, রায়পুরা উপজেলার, স্বেচ্ছাসেবী সংগঠনের, চেক বিতরন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ মাসুদ রানা, সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা

নরসিংদী জেলা, রায়পুরা উপজেলার, স্বেচ্ছাসেবী সংগঠনের, চেক বিতরন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ মাসুদ রানা, সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ খলিলুর রহমান সরকার ।

Icon

চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান

Read More-->

Icon

গাছ লাগান পরিবেশ রক্ষা করুন

গাছ লাগান পরিবেশ রক্ষা করুন

Icon

“দেশের বায়ু দেশের মাটি

    গাছ লাগিয়ে করব খাটি”

স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা  কতৃর্ক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী- ২০২৪ এর আওতায় রায়পুরা রাজ কিশোর রাধা মোহন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিভিন্ন ফুল, ফল  ও বনজ গাছ লাগানো হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন অত্র স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ জনাব মোঃ ফজলুল হক ফকির সহ অন্যান্য শিক্ষক বৃন্দ এবং উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও সদস্য গণ। আমরা স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা প্রতিটি সদস্য সমাজ ও মানবতার সেবায় সর্বদায় নিয়োজিত।

Icon

স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা

রায়পুরা, পৌরসভা, পোষ্ট: রায়পুরা;

উপজেলা: রায়পুরা, জেলা: নরসিংদী। 

Our Team Members

স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা

Manager

স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা

Accountant

স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা

Director

OUR PARTNERS